লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ীতে আধুনিক কারিকুলামভিত্তিক প্রযুক্তি ও মূল্যবোধনির্ভর ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান ‘বড়বাড়ী ইবতেদায়ী ক্যাডেট মাদ্রাসা’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টায় বড়বাড়ী কিন্ডারগার্টেন স্কুল প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে মাদ্রাসার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়বাড়ী কিন্ডারগার্টেন স্কুলের পরিচালনা কমিটির সভাপতি আলহাজ মেহেরুজ্জামান মাস্টার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
প্রধান অতিথি লাল ফিতা কেটে ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে উদ্বোধন ঘোষণা করেন এবং নামফলক উন্মোচন করেন।
অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু তাঁর বক্তব্যে বলেন, “বড়বাড়ী কিন্ডারগার্টেন স্কুল যেমন শিক্ষা ও শৃঙ্খলায় সুনাম অর্জন করেছে, তেমনি নতুন সংযোজন বড়বাড়ী ইবতেদায়ী ক্যাডেট মাদ্রাসাও আধুনিক ও মূল্যবোধনির্ভর শিক্ষার মাধ্যমে শিশুদের আলোকিত নাগরিক হিসেবে গড়ে তুলবে। এই প্রতিষ্ঠান আমাদের অঞ্চলের শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বড়বাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইয়াসিন আলী মোল্লা, বড়বাড়ী কিন্ডারগার্টেন স্কুলের পরিচালনা কমিটির সদস্য শফিকুল ইসলাম মান্নাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বড়বাড়ী কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম জানান, “নতুন প্রতিষ্ঠানে ধাপে ধাপে শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। প্রথম ধাপে থাকবে নামাজ ও কোরআন শিক্ষা, দ্বিতীয় ধাপে ইসলামিক আদর্শে জীবনযাপন, আর তৃতীয় ধাপে আধুনিক বিষয় যেমন বাংলা, ইংরেজি, গণিত, তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা শেখানো হবে। আমাদের লক্ষ্য ধর্মীয় মূল্যবোধ ও প্রযুক্তিগত দক্ষতা সম্পন্ন প্রজন্ম গড়ে তোলা, যারা মানবিক বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখবে।”
উদ্বোধনী অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম।

রশিদুল ইসলাম রিপন 


















