গোপালগঞ্জের কোটালীপাড়ায় অমিমাংসিত জায়গায় ঘর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে স্বেচ্ছাসেবকদল নেতাসহ উভয়পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) সকালে উপজেলার বুরুয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন উপজেলার রাধাগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের প্রচার সম্পাদক বরুয়াবাড়ি গ্রামের হাবিব ফকিরের ছেলে ছামিউল ফকির (১৭), হাবিব ফকির (৫৫), চায়না বেগম (৪৫), হেমায়েত ফকির (৫৫), সামসুন্নাহার (৪৫) ও সজিব ফকির (২০)।
আহতদের মধ্যে হাবিব ফকির, চায়না বেগম, হেমায়েত ফকির ও সামসুন্নাহারকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়সূত্রে জানা যায়, আহত হাবিব ফকির ও হেমায়েত ফকির সর্ম্পকে চাচা-ভাতিজা। দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধ চলছিল তাদের মধ্যে। এনিয়ে একাধিকবার সালিস দরবার হলেও কোন সমাধান হয়নি। জায়গা সঠিকভাবে পরিমাপ করে বিরোধের সমাধানের চেষ্টা চলছিল। এরই মধ্য লোকজন হাবিব ফকির নিয়ে অমিংমাসিত জায়গায় থাকা পুরনো ঘর ভেঙ্গে নতুন করে ঘর স্থাপন করতে গেলে হেমায়েত ফকির ও তার স্ত্রী বাঁধা দেয়। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জমিজমা নিয়ে মারামারি হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোন অ

মনিরুজ্জামান শেখ জুয়েল, গোপালগঞ্জ প্রতিনিধি: 


















