মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বগুড়ার সারিয়াকান্দি উপজেলার তরুন ও উদীয়মান সমাজসেবক মোঃ সেবিন মিয়া। নিজের উদ্যোগে ও সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে তিনি প্রতিষ্ঠা করেছেন “রিটায়ার্ড চাইল্ড ওল্ড কেয়ার হোম”, যেখানে আশ্রয় পাচ্ছেন অবহেলিত ও গৃহহীন বৃদ্ধ-বৃদ্ধারা।
বর্তমানে এ প্রতিষ্ঠানে ৮ জন বৃদ্ধ ও বৃদ্ধা বসবাস করছেন। যাদের কেউ পরিবারের অবহেলায়, কেউবা আশ্রয়হীন অবস্থায় দিন কাটাচ্ছিলেন। তাদের খাবার, চিকিৎসা ও যত্নের সমস্ত দায়িত্ব নিয়েছেন মোঃ সেবিন মিয়া নিজেই। শুধু তাই নয়, তিনি নিয়মিত বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত থেকে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন নিরলসভাবে।
মানবতার এমন উদ্যোগ এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছে। স্থানীয়রা বলছেন, সমাজে যদি আরও মানুষ এভাবে এগিয়ে আসেন, তাহলে নিঃস্ব ও আশ্রয়হীন মানুষের মুখেও ফুটবে হাসি।
মানবতার এই উদ্যোগে অনুপ্রাণিত হয়ে অনেকেই রিটায়ার্ড চাইল্ড ওল্ড কেয়ার হোমকে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছেন।

মনিরুজ্জামান জাহিদ, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি 


















