সিরাজগঞ্জের সলঙ্গায় বেড়াতে যাওয়ার সময় সড়কে প্রাণ গেল বাবা-মেয়ের, হাসপাতালে মা-ছেলে।
সোমবার রাতে মোটরসাইকেলযোগে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন হান্নান খান । পথে থানার সি আর বিসি এলাকায় অজ্ঞাত একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে মেয়ে হাফসা খাতুন (৩) ঘটনাস্থলেই মারা যান। পরে গুরুতর অবস্থায় আহত হান্নানকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান। এ ঘটনায় হান্নানের স্ত্রী বৃষ্টি খাতুন ও ছেলে হামজা আহত অবস্থায় সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি আছেন।
এবিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে নিজ বাড়ি সলঙ্গার সাতটিকরিতে যাচ্ছিলেন। পথে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায় তাদের মেয়ে হাফসা। হাসপাতালে নেওয়ার সময় মারা যায় হান্নানও নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেখ মাহবুব, সিরাজগঞ্জ প্রতিনিধি: 



















