বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়ন শাখার সভাপতি ও ছাত্রশিবির কর্মী মিজানুর রহমান তার বাড়ির আঙিনায় মাদক সেবনে বাধা প্রদান করায় মাদকসেবী ও কিশোর গ্যাংয়ের উগ্র সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন।
এ নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং জড়িত সকল অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ জেলা শাখা।
সোমবার (১৩ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে জেলা সভাপতি আব্দুল আজিজ ও সেক্রেটারি রেজওয়ানুল্লাহ শোয়াইব উপরোক্ত নিন্দা ও দাবি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “গত ৮ অক্টোবর, বুধবার সকাল ৯টার দিকে কিছু মাদকসেবী ও কিশোর গ্যাংয়ের সদস্য মাদকসেবন করাকালীন মিজানুর রহমান তাদের বাধা প্রদান করেন। এতে তারা ক্ষুব্ধ হয়ে স্থান ত্যাগ করে। পরবর্তীতে একইদিন মাগরিবের নামায থেকে ফেরার পথে ওই মাদকসেবী ও কিশোর গ্যাংয়ের সদস্যরা মিজানুর রহমানের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। হাতুড়ি ও দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন এবং হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় মিজানুর রহমানকে প্রথমে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক দেখে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। পরবর্তীতে তাকে ঢাকার লাইফ কেয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১১ অক্টোবর রাত ৮টার দিকে দায়িত্বরত চিকিৎসক মিজানুর রহমানকে মৃত ঘোষণা করেন।”
নেতৃবৃন্দ আরো বলেন, সমাজের জন্য মাদক একটি ভয়াবহ ব্যাধি। মাদকের কারণে আজ একজন সম্ভাবনাময় তরুণকে জীবন দিতে হলো এটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। এঘটনায় এ পর্যন্ত অভিযুক্ত কোনো আসামিকেই গ্রেফতার করা হয়নি, আমরা অবিলম্বে এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

সিরাজগঞ্জ প্রতিনিধি 


















